ডাবলিন, ৫ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : রোমাঞ্চকর জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ শেষ করলো জিম্বাবুয়ে। পাঁচ টি-টুয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে গতরাতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচ হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে আইরিশরা।
টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমেই মহাবিপদে পড়ে জিম্বাবুয়ে। ৩ রানে ২ উইকেট হারায় তারা। ৩৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে তাদের। এ পরিস্থিতিতে ব্যাট হাতে দারুন লড়াই করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। চতুর্থ উইকেটে ডিওন মায়ার্সকে নিয়ে ৫০ বলে ৫৭ রান যোগ করেন আরভিন। যার মধ্যে ২৬ রান অবদান রাখেন মায়ার্স।
আর পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩৩ রানের যোগ করে দলকে মামুুলি সংগ্রহ এনে দেন আরভিন। টি-টুয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি পুরন করে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত । ২০ ওভারে ৪ উইকেটে ১২৪ রান পায় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৩টি উইকেট নেন।
১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ডও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে এক পর্যায়ে ৯১ রান তুলতেই সাত ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফরে। । এতে সহজ ম্যাচ কঠিন হয়ে পড়ে তাদের সামনে।
১৯তম ওভারে আয়ারল্যান্ডের নবম উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখে জিম্বাবুয়ে। শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিলো তাদের। কিন্তু শেষ ওভারে মাত্র ৩ রান দেন রিচার্ড এনগারাভা। আর শেষ বলে রান আউটের ফাঁদে পড়লে ১১৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ২২ রান করেন নিল রক। জিম্বাবুয়ের লুক জঙ্গে-ডোনাল্ড তিরিপানো ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের আরভিন। আর সিরিজ সেরা হন আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল।